Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্যাটিং কোচ পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

প্রতীক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে মুশফিক-তামিমদের। সব ঠিক থাকলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই ব্যাটিং কোচ পেতে যাচ্ছেন তারা। তবে এই মুহ‚র্তে তাদের জন্য দীর্ঘ মেয়াদে কোচ নিয়োগ দিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আপাতত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ নিয়োগ দিতে পারে টাইগার ক্রিকেট প্রশাসন।

আর এই ক্ষেত্রে বিসিবি’র পছন্দের তালিকায় শীর্ষে সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। আগামি ১০ জানুয়ারির আগেই তার ঢাকায় আসার কথা রয়েছে।
আপাতকালীন সময়ের জন্য টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। তিনি জানিয়েছেন, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। কোভিড-১৯ আছে তাছাড়া এখানে অনেক দিন থাকতে চায় না। আমরা আলাপ করছি। আশা করি দুই এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।’
প্রসঙ্গত, গত ২১ আগস্ট পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান নেইল ম্যাকেঞ্জি। তিনি চলে যাওয়ার পর থেকেই নতুন কোচ দেখতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এক সপ্তাহ না যেতেই তার উত্তরসূরি হিসেবে ক্রেইগ ম্যাকমিলানকে খুঁজে পায় টাইগার প্রশাসন। কিন্তু বাবার মৃত্যুতে তিনিও নাম প্রত্যাহার করে নিলে এ পদটি ফাঁকাই থেকে যায় সে সময় থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ