Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ ভারতজুড়ে চলবে ভ্যাকসিন দেয়ার মহড়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ভারতে করোনা ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়ার ব্যাপারে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা ভ্যাকসিন বিতরণ সংক্রান্ত ইউনিয়ন হেল্থ সেক্রেটারির নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের বৈঠকও হয়েছে বৃহস্পতিবার। সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত হয়ে ২ জানুয়ারি শনিবার ভারতের সমস্ত রাজ্যে ভ্যাকসিন সংক্রান্ত ড্রাই রান বা মহড়ার কাজ চালানো হবে।

এটি হবে ভারতে দ্বিতীয় বারের জন্য করোনা ভ্যাকসিনের মহড়া। করোনা ভ্যাকসিন প্রদান সংক্রান্ত প্রথম মহড়া হয়েছে ২৮ এবং ২৯ ডিসেম্বর। আসাম, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব এবং গুজরাতে হয়েছিল সেই মহড়ার কাজ। শনিবারের মহড়ার কাজের জন্য ইতিমধ্যেই বেছে নেয়া হয়েছে ৯৬ হাজার জন ভ্যাকসিন প্রদানকারীকে। ভ্যাকসিন দেয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও তাদের দেয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ২ হাজার ৩৬০ জনের প্রশিক্ষণ দেয়া হয়েছে জাতীয় স্তরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে। দেশের ৭১৯ জেলায় ৫৭ হাজারেরও বেশি জনকে জেলাস্তরের প্রশিক্ষণ দেয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, একটি রাজ্যের বিভিন্ন জায়গায় এই মহড়া চালানো হবে। কোনও রাজ্যের রাজধানীতে অন্তত তিনটি জায়গা এবং কিছু রাজ্যের প্রত্যন্ত জেলাগুলিতে মহড়ার ব্যবস্থা করা হয়েছে। মহারাষ্ট্র এবং কেরল যেমন রাজধানী ছাড়া অন্য বড় শহরগুলিকেই এই মহড়ার জন্য বেছে নিয়েছে। এই মহড়া প্রক্রিয়ায় প্রত্যেক জায়গায় ২৫ জন স্বাস্থ্যকর্মী মহড়া ভ্যাকসিন নেবেন। করোনা ভ্যাকসিন ছাড়পত্র পেলে কী ভাবে তা দেয়া হবে সাধারণ মানুষকে, সে সবেরই প্রস্তুতি চলবে এই মহড়ায়। সূত্র : টিওআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভ্যাকসিন

২৭ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ