মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংযুক্ত আরব আমিরাতে মদ্যপ এবং মাদকাসক্ত নারীর সংখ্যা বেড়েছে। দেশটির সামাজিক রীতিনীতির বিরূপ পরিবর্তন এবং প্রযুক্তির অপব্যবহারকে দায়ী করে এমনটা জানিয়েছেন আমিরাত পুলিশের শীর্ষ কর্মকর্তারা।
দুবাই পুলিশের হেমায়া ইন্টারন্যাশনাল সেন্টারের ব্যবস্থাপক কর্নেল আবদুল্লাহ মাতার আল খায়াত বলেন, আসক্তদের অধিকাংশ কম বয়সী নারী। পরিবারের পর্যবেক্ষণ ছাড়াই যারা, তাদের ছেলে বন্ধুর সঙ্গে বিদেশে ভ্রমণ করেছেন।
কর্নেল আল খায়াত ব্যাখ্যা করে বলেন, অতিদ্রুত ইন্টারনেট সেবা প্রসারিত হওয়ায়, মদ এবং মাদক এখন অনলাইনে বিক্রি হচ্ছে।
দুবাইয়ের এরাদা সেন্টারের কমিউনিটি রিসার্চ, এওয়ারনেস অ্যান্ড পাবলিক রিলেশসন বিভাগের পরিচালক আবদুল্লাহ আল আনসারি বলেন, আমাদের এখানে চিকিৎসা নেয়া এক মাদকাসক্ত নারী জানান, তিনি অনলাইনে মদ ক্রয় করতেন। বিক্রেতারা তার ঘরের দরজায় মদ পৌঁছে দিতো বলেও জানান ওই নারী।
তিনি আরও বলেন, সাধারণত মাদক বিক্রেতা এবং পাচারকারীরা ১৮ থেকে ৩৫ বছর বয়সী নারীদের টার্গেট করে তাদের ব্যবসা পরিচালনা করে। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত মদ এবং মাদক নেওয়ার কারণে বেশ কয়েকজন আসক্ত নারীর মৃত্যু হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।