বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা চাপায় মোহাম্মদ ইয়াসিন (৫৫) নামে ছাগলনাইয়ার এক প্রধান শিক্ষক এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকালে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোহাম্মদ ইয়াসিন উপজেলার মুহুরীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান এফএম আজিজুল হক মানিক তার শ্যালক ফেনী প্রেস ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক হাসান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানায়, বুধবার সন্ধ্যায় ফেনী মিশন হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা প্রধান শিক্ষক ইয়াসিনকে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় সেখানে শুক্রবার সকাল সাড়ে ৮টায় মারা যান তিনি।
পাঁচ সন্তানের জনক মোহাম্মদ ইয়াসিন সোনাগাজী উপজেলার চরসোনাপুর মৃত সামছুল হকের পুত্র । তিনি ফেনীতে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।বিকেল সৌয়া ৪টায় জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।