মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ায় একটি বাসে ইসলামিক স্টেটের (আইএস) গুপ্ত হামলায় ৩৭ সেনা নিহত হয়েছে। গত বছর আইএসের তথাকথিত খেলাফতের পতনের পর বুধবার এটি ছিল সবচেয়ে বড় হামলা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ছুটি শেষে সেনারা বাড়ি ফিরছিল। দেইর এজর প্রদেশে তাদের বহনকারী বাসটি লক্ষ্য করে হামলা চালায় আইএস। সিরিয়ার সরকারি সংবামাধ্যম সানা জানিয়েছে, ‘সন্ত্রাসী হামলায়’ ২৫ ‘নাগরিক’ নিহত ও ১৩ জন আহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, ‘আইএসের তথাকথিত খেলাফতের পতনের পর এটি সবচেয়ে ভয়াবহ হামলা।’ তিনি জানান, শুলা গ্রামের সড়কে সন্ত্রাসীরা বোমা পুঁতে রেখেছিল। চতুর্থ ডিভিশনের সেনাদের বাসটি সড়ক অতিক্রমের সময় বোমাটি বিস্ফোরিত হয় এবং এসময় আইএস যোদ্ধারা গুলি ছুঁড়তে শুরু করে। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে আট কর্মকর্তা রয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১২ জন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। সানা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।