বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় পথচারী সূবর্ণা নামে এক কন্যাশিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বেলা পৌণে বারোটার দিকে উপজেলার পাঁচগাঁও বাজারে নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সূবর্ণা ওই এলাকার হোসেন আলীর কন্যা।
স্থানীয় সূত্র জানায়, বেলা পৌণে বারোটার দিকে পাঁচগাঁও বাজারের তিন রাস্তা মোড় ছায়াগাছতলা এলাকায় রাস্তা ধরে হাটছিল পাঁচগাঁও বাজার এলাকার হোসেন আলীর সাত বছর বয়সী কন্যাশিশু সূবর্ণা। এসময় শেরপুর থেকে নালিতাবাড়ীগামী একটি খালি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মাথ থেতলে গিয়ে প্রাণ হারায় শিশু সূর্বণা। বর্তমানে ঘাতক ট্রাকটি সন্নাসীভিটা (চেল্লাখালী) বাজারে আটক করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।