Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:৩৫ পিএম

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে বুধবার সকালে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মেয়র পদে ৩জন, সাধারন কাউন্সিলর ৩৪ জন ও সংরক্ষিত মহিলা ১১ কাউন্সিলর প্রার্থী এ নির্বাচনে অংশ নিচ্ছেন। মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে সাংবাদিক নেতা সেলিম রেজা লিপন মিয়া, জাতীয়তাবাদী দল বিএনপিধানের শীষ প্রতীকে সাবেক মেয়র আঃ শুকুর শেখ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীকে মো. লিটন মৃধা প্রতিদ্বন্দ্বীতা করছেন।

উপজেলা হলরুমে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আজমল হোসেন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিমসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৬ জানুয়ারি এ পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ