Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ

‘গণতন্ত্র হত্যা দিবস’

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাক আহমদ খানের সঞ্চালনায় দোস্ত বিল্ডিংয়ের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। 

তিনি বলেন, গায়েবী মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন চালিয়ে ২৯ তারিখ রাতের ভোটে গঠিত একাদশ সংসদ বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। জনগণের ভোটে প্রতিষ্ঠিত সরকারই পারবে জনগণের মুখে হাসি ফোটাতে।
দেশের মানুষ নিজেদের ভোটাধিকার ফেরত পেতে চায়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন।
সমাবেশে বিএনপি নেতা আলী আব্বাস, ইদ্রিচ মিয়া, মোশারফ হোসেন, আব্দুল গফফার চৌধুরী, এসএম মামুন মিয়া, নাজমুল মোস্তফা আমিন, মফজল আহমদ চৌধুরী, জামাল হোসেন, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ