Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় হামলার শিকার ২ সাংবাদিক

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন পরিষদের দশটিকা গ্রামের একটি গুচ্ছ গ্রামে প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় নির্মিয়মান ৪৫ টি ভ‚মিহীন পরিবারের বাড়ি নির্মাণে চলমান দুর্নীতির প্রতিবেদন করতে গিয়ে মারপিটে গুরুতর জখম হয়েছেন সময় টেলিভিশনের বগুড়া রিপোর্টার মাজেদ রহমান এবং ক্যামেরা পার্সন রবিউল ইসলাম। 

গতকাল বুধবার দুপুরে তারা দশটিকা গ্রামের গুচ্ছ গ্রামে গিয়ে বাড়ির ছবি ধারণ করতে গেলে নির্মাণের দায়িত্ব প্রাপ্ত ঠিকাদারের লোকজন তাদের ছবি তুলতে বাঁধা দেয় ও বগুড়া সদরের নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানের অনুমতি নিতে বলে।
তাদের বাধা উপেক্ষা করে সময় টেলিভিশনের সাংবাদিকরা ছবি তোলা অব্যাহত রাখলে বাঁধাদানকারিরা মোবাইল ফোনে কারো সাথে কথা বলে মারপিট শুরু করে। মারপিটে শিকার হয়ে দু’জন সাংবাদিকই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারিরা তাদের মোবাইল ফোন ও ক্যামেরা কেড়ে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদরের ওসি হুমায়ুন কবীর এবং সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের গাড়িতেই আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত সাংবাদিকদের সাথে গমনকারি ৭১ টেলিভিশনের সাংবাদিক শাজাহান আলী বাবু জানান, দুজনের আঘাতই গুরুতর।



 

Show all comments
  • Jewel Ahmed ৩ জানুয়ারি, ২০২১, ১১:৩১ পিএম says : 0
    অন্যায়কারী যত বড়ই শক্তি শালী হোক্ না আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক্
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ