Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জামিন পেলেন নূপুর-কাণ্ড প্রকাশ্যে আনা মুসলিম সাংবাদিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ৫:৫৩ পিএম

ভারতের সুপ্রিম কোর্টে এ বার পুরোপুরি স্বস্তি পেলেন সাংবাদিক মোহাম্মদ জুবায়ের। বুধবার তাকে সমস্ত মামলায় অন্তর্বর্তিকালীন জামিন দিল দেশের শীর্ষ আদালত। সেই সঙ্গে জুবায়েরকে অবিলম্বে জেল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে তারা।

সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছিলেন ‘অল্ট নিউজ’-এর সহ-প্রতিষ্ঠাতা। সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, বুধবার সন্ধ্যার ৬টার মধ্যে জুবায়েরকে মুক্তি দিতে হবে। এই রায়দানের সময় আদালতের পর্যবেক্ষণ, ‘জুবায়েরকে ক্রমাগত আটকে রাখা এবং অন্তহীন ভাবে বিভিন্ন কোর্টে মামলায় জড়িয়ে রাখার কোনও যৌক্তিকতা নেই।’

প্রসঙ্গত, জুবায়েরকে ২৭ জুন গ্রেফতার করে দিল্লি পুলিশ। মূলত বিভিন্ন খবরের সত্যতা যাচাইয়ের কাজ করে ওই বৈদ্যুতিন সংবাদমাধ্যমটি। প্রায় চার বছর আগেই একটি টুইটে জনপ্রিয় হিন্দি সিনেমার ‘স্ক্রিনশট’ পোস্ট করেছিলেন তিনি। জুবায়েরের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে করা তার একটি টুইট ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তাকে সীতাপুরের একটি মামলাতেও পরে তাকে গ্রেফতার করা হয়।

দু’টি মামলাতে জামিন পেলেও পরে উত্তরপ্রদেশে তার বিরুদ্ধে আরও কয়েরটি এফআইআর করা হয়েছিল। সব মিলিয়ে মোট ছ’টি এফআইআরের জন্য জেল থেকে ছাড়া পাননি জুবায়ের। সে সব প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করলে সাময়িক স্বস্তি মেলে। সোমবার সুপ্রিম কোর্ট জানায়, পরবর্তী শুনানির আগে পর্যন্ত জুবায়েরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। শীর্ষ আদালতের মন্তব্য, ‘‘আমরা দেখতে পেয়েছি যে দিল্লি পুলিশ তার বিরুদ্ধে ভালই তদন্ত করেছে। তার মুক্তির পথে বাধা তৈরি করে, এমন কোনও কারণ দেখতে পারছি না আমরা।’’

জামিন পেলেও জুবায়েরর যাতে টুইট করতে না পারেন, সে আবেদন করেছিল উত্তরপ্রদেশ সরকার। তবে তা নিয়ে বেশ কটাক্ষপূর্ণ মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, ‘‘এটা এমন বলা যেন এক জন আইনজীবী আর তর্ক করতে পারবেন না। সাংবাদিক কী ভাবে তার লেখা বন্ধ করবেন? যদি তিনি এমন কাজ করেন, যাতে আইনভঙ্গ হয়, তবে তিনি আইনের কাছে দায়বদ্ধ হবেন। কিন্তু, প্রতিবাদ করলেই এক জন নাগরিকের বিরুদ্ধে আগে থেকে কী ভাবে পদক্ষেপ করা যায়? প্রত্যেক নাগরিকই জনসমক্ষে এবং ব্যক্তি জীবনে যা করেন, তার জন্য তিনি দায়বদ্ধ। আমরা এমন কোনও নির্দেশ দেব না।’

উল্রেখ্য, ভারতে ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মার মহানবী (সাঃ) কে নিয়ে করা বিতর্কিত মন্তব্য প্রতম প্রকাশে এনেছিলেন এই জুবায়ের। যার কারণে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েন তিনি। পরে ৪ বছর আগে করা এক টুইটের জেরে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সূত্র: এবিপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ