মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবার উড়ল
ইনকিলাব ডেস্ক : যান্ত্রিক মেরামত, সংযোজন ও দীর্ঘ প্রতীক্ষা শেষে আবারো আকাশে উড়লো বোয়িং ম্যাক্সের বিমানও পর পর দুটি মর্মান্তিক দুর্ঘটনা এবং বহু শত যাত্রীর মৃত্যুর পর, সিভিল এভিয়েশন এই বিশেষ বিমান উড়ান নিষিদ্ধ করে দেয়। মঙ্গলবার সকাল ১০.৪০মিনিটে, মায়ামি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শুরু হয়, এই বিমানের আবার পথচলাও খুব শীঘ্রই আরো ৩৪টি বিমান আকাশে উড়বেও এই অত্যাধুনিক বিমানকে বিশেষ যন্ত্রপাতি সংযোজন কোরে আরো চৌকষ করে তোলা হয়েছে এবং ১৪০০ পাইলটকে সেভাবে প্রতিক্ষণ দেয়া হয়েছে। ভিওএ।
অনিশ্চয়তার মুখে
ইনকিলাব ডেস্ক : বিভক্ত দেশ, ছাত্র পরিচালিত প্রতিবাদ-বিক্ষোভ, বেহাল অর্থনীতি এবং সর্বোপরি মহামারীর ছোবল, একদা মহিমান্বিত পর্যটন স্বর্গপুরী, থাইল্যান্ডকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। থাইল্যান্ডের জনগণের কাছে যে রাজতন্ত্র ছিল পূজনীয়, যা ছিল তাদের ধরাছোঁয়ার বাইরে, তার বিরুদ্ধে উঠেছে প্রতিবাদের ঝড়। ছাত্রসমাজ, র্যালি, ব্যঙ্গাত্মক নাটক ও সামাজিক মাধ্যমে প্রাচীন থাই রাজতন্ত্রের সমালোচনায় এখন মুখর। তারা রাজতন্ত্রের বিলোপ বা ক্ষমতা সীমিত করার দাবি তুলেছেন। ভিওএ।
পালানোর চেষ্টায়
ইনকিলাব ডেস্ক : হংকং থেকে পালিয়ে তাইওয়ান যাওয়ার চেষ্টা করায় ১০ অধিকারকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে চীনা কর্তৃপক্ষ। দন্ডপ্রাপ্ত প্রত্যেকের বিরুদ্ধে সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। হংকংয়ের পাশ্ববর্তী শহর শেনঝেনের আদালত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় আট জনকে সাত মাসের কারাদন্ড ও এক হাজার ৫৩৩ মার্কিন ডলার জরিমানা করেছে। অবৈধভাবে সীমান্ত পাড়ির আয়োজন করায় এক জনকে দুই বছর এবং অপর জনকে তিন বছরের কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। রয়টার্স।
এফপিআই নিষিদ্ধ
ইনকিলাব ডেস্ক : বিতর্কিত ও রাজনৈতিক প্রভাবশালী ইসলামপন্থি কট্টর গ্রুপ ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্টকে (আইডিএফ) নিষিদ্ধ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহফুজ এ ঘোষণা দিয়েছেন বুধবার। ইসলামিক ডিফেন্ডার্স ফ্রন্ট ব্যাপকভাবে এফপিআই নামে পরিচিত। মন্ত্রী মাহফুজ বলেছেন, এই দলটিকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এফপিআইয়ের নেতৃত্ব দিচ্ছিলেন ইসলামিক নেতা রিজিক। তাকে ইন্দোনেশিয়ার রাজনীতিকে বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়। এ মাসের শুরুতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রী মাহফুজ বলেন, সরকার এফপিআইয়ের সব কর্মকান্ড নিষিদ্ধ করেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।