প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
টেলিভিশনের নতুন গেম শো ‘দ্য বক্স’। আজ এনটিভিতে এবং ১ জানুয়ারি থেকে এটিএন বাংলায় অনুষ্ঠানটি দেখানো হবে। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় গ্রামীণফোন ফোরজি নিবেদিত ‘দ্য বক্স’-এর মাধ্যমে পেশাদারি উপস্থাপক হিসেবে নাম লিখাতে যাচ্ছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। প্রথমবার উপস্থাপক হিসেবে পর্দায় হাজির হচ্ছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, যেকোন প্রথমের ভালোলাগা অন্যরকম। দ্য বক্স অনুষ্ঠানটি আমাকে সেই ভালোলাগা উপহার দিয়েছে। অবশ্য আগে দুই একটা অনুষ্ঠানে উপস্থাপনা করেছি, তবে সেগুলো প্রফেশনালি নেয়ার মতো ছিল না। এবার যেহেতু অভিনেত্রী থেকে প্রফেশনাল উপস্থাপক হয়ে গেলাম, তাই ভালো লাগাটাও অন্যরকম। অনুষ্ঠানে গেস্টদের সাথে অনেক মজা করেছি। সবার সাথে হাসিঠাট্টা হয়েছে। আমাদের যেহেতু ভালো লাগছে, আমার মনে হয় দর্শকদেরও ভালো লাগবে। অনুষ্ঠানটির ধরণ কেমন? এ প্রশ্নের জবাবে তিশা বলেন, অনুষ্ঠানের নাম দেখে কিছুটা হলেও অনুমান করার কথা। বাকিটা দর্শক অনুষ্ঠান টিভির পর্দায় দেখে বুঝে নিবেন। তবে আমাদের অনুষ্ঠানের প্রত্যেক পর্বে দর্শক সময়ের জনপ্রিয় তারকাদের দেখতে পারবেন। প্রথম অতিথি ছিলেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ ও মাসুমা রহমান নাবিলা। শুটিং পরবর্তী সময়ে তারা বলেছেন, অনুষ্ঠানটি করে তারা আনন্দ পেয়েছেন। এখন দর্শক আনন্দ পেলে অনুষ্ঠানটির টিমের কষ্ট স্বার্থক হবে। প্রচলিত টেলিভিশন শো থেকে দ্য বক্স-এর পার্থক্য কোন জায়গায়? প্রশ্ন করলে তিশা বলেন, কাজটি হাতে নেয়ার আগে অনুষ্ঠানটির সৃজনশীল দিক নিয়ে চিন্তা করেছি। শুটিংয়ের সময়ও আমার মাথায় ছিল, এখন অনেক শো হচ্ছে। সেই জায়গা থেকে আমরা ভিন্নতা আনার চেষ্টা করেছি। একটা শোর দর্শক টানতে হোস্টের পাশাপাশি পুরো টিমের অনেক কাজ থাকে। সেসব কাজের সাথেও আমার ইনভেস্টমেন্ট আছে। এ ধরণের অনুষ্ঠান তৈরীতে স্পন্সর অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গাটায় আপনারা কেমন সহযোগিতা পেয়েছেন? প্রশ্ন করলে তিনি বলেন, এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর দিতে পারতেন শাহরিয়ার শাকিল। কারণ, তিনি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন। তবে আমার মনে হয়, এই জায়গাটায় গ্রামীণ ফোন বিশেষ একটা ধন্যবাদ পাবে। কারণ, তারা দর্শক এবং গ্রাহকের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে এই ধরণের একটি অনুষ্ঠানে বিনিয়োগ করেছে। এই ধরণের অনুষ্ঠানে বেশি বেশি বিনিয়োগ করলে স্পন্সর কোম্পানি সহজেই গ্রহকদের কাছে পৌঁছে যেতে পারবে। এ সময়ে অভিনয়ের ব্যস্ততা নিয়ে তিশা বলেন, করোনার কারণে এখন কাজ অনেক কম। এর মধ্যেও বেশ কিছু একক নাটকে কাজ করা হয়েছে। এখন ভালোবাসার প্রীতিলতা সিনেমার শুটিং করছি। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে তৈরী হচ্ছে এটি। প্রীতিলতা চরিত্রে অভিনয় করছি আমি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।