Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বৈরুত বিস্ফোরণে লেবানন সরকারের গাফলতি ছিলো না : প্রধানমন্ত্রী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৫:২২ পিএম

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে সরকারের গাফলতি ছিলো না বলে দাবি করেছেন লেবানিজ প্রধানমন্ত্রী হাসান দিয়াব। গত মঙ্গলবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমার সরকারের বিরুদ্ধে আনা গাফিলতির অভিযোগ কল্পনা প্রসূত। বৈরুত বন্দরে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ হওয়ার ঝুঁকি আছে। এ সতর্কবার্তা আগে থেকেই পাওয়া যাচ্ছিল। -সিএনএন

তিনি বলেন, পূর্ববর্তী সরকারগুলোকে এ ব্যাপারে সতর্ক করা হলেও, তারা কোন পদক্ষেপ নেয়নি। বিস্ফোরণ ঘটনার জন্য দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র ব্যবস্থা দায়ী। তিনি আরও বলেন, বিস্ফোরণের ঘটনাকে আমার সরকার দায়িত্বশীলভাবেই সামাল দিয়েছে। গত ৪ আগস্ট লেবাননের রাজধানী বৈরুত বন্দরে বিস্ফোরকের গুদামে অ্যামেনিয়াম নাইট্রেট বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় নগরীর অর্ধেক। এরপর পদত্যাগ করেছিলো প্রধানমন্ত্রী হাসসান দিয়াবের সরকার। পদত্যাগ করার পরেও দিয়াব তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লেবানন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ