Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যারা পেলেন বিএনপির মনোনয়ন

তৃতীয় পৌর নির্বাচন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

৩য় পর্যায়ের নির্বাচনে ৫৯টি পৌরসভায় মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয় চূড়ান্ত মনোনয় পাওয়া প্রার্থীদের আজ দলীয় প্রত্যায়নপত্র হস্তান্তর করা হবে। 

মনোনয়ন পেলেন যারা: দিনাজপুর হাকিমপুরে মো. সাখাওয়াত হোসেন শিল্পী, নীলফামারী জলঢাকায় মো. ফহমিদ ফয়সাল চৌধুরী, কুড়িগ্রামের উলিপুরে হায়দার আলী মিঞা, গাইবান্ধার গোবিন্দগঞ্জে মো. ফারুক আহম্মেদ, বগুড়ার ধুনটের মো. আলীমুদ্দিন হারুন মন্ডল, শিবগঞ্জে মো. মতিয়ার রহমান (মতিন), গাবতলীতে মো. সাইফুল ইসলাম, কাহালুতে মো. আব্দুল মান্নান, নন্দীগ্রামে সুশান্ত কুমার সরকার, চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে তারিক আহমদ, নওগাঁর ধামইরহাটে মো. মাহবুবুর রহমান চৌধুরী, নওগাঁ সদরে মো. নাজমুল হক (সানি), রাজশাহীর কেশরহাটে মো. খুশবর রহমান, নাটোরের সিংড়ায় মো. তায়জুল ইসলাম, পাবনা সদরে নুর মোহাম্মাদ মাছুম (বগা), চুয়াডাঙ্গার দশর্নায় মো. হাবিবুর রহমান, ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মো. জিন্নাতুল হক, কোটচাঁদপুরে এসকেএম সালাহউদ্দীন বুলবুল, যশোরের মনিরামপুরে শহীদ মো. ইকবাল হোসেন, নড়াইল সদরে মো. জুলফিকার আলী, কালিয়ায় এসএম ওহিদুজ্জামান, বাগেরহাটের মোরেলগঞ্জে ফরহাদ হোসেন, খুলনার পাইকগাছায় মো. মনিরুজ্জামান, সাতক্ষীরার কলারোয়ায় শেখ শরিফুজ্জামান, বরগুনা সদরে এ্যাডভোকেট মোহাম্মাদ আবদুল হালিম, পাথরঘাটায় মো. সাহাবউদ্দিন (সাকু), ভোলার বোরহানউদ্দিনে মো. মনিরুজ্জামান, দৌলতখানে মো. আনোয়ার হোসেন, বরিশালের গৌরনদীতে মোহাম্মদ জহির সাজ্জাদ, মেহেন্দীগঞ্জে মো. জিয়াউদ্দিন সুজন, ঝালকাঠির নলছিটিতে মো. মজিবুর রহমান, পিরোজপুরের স্বরূপকাঠিতে মো. শফিকুল ইসলাম ফরিদ, টাঙ্গাইল সদরে মো. মাহমুদুল হক, মির্জাপুরে মো. শফিকুল ইসলাম, ভূয়াপুরে মো. জাহাঙ্গীর হোসেন, সখীপুরে মো. নাসিরউদ্দিন, জামালপুরের সরিষাবাড়িতে একে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, শেরপুরের নকলায় মো. এনামুল হক রিপন, নালিতাবাড়িতে মো. আনোয়ার হোসেন, ময়মনসিংহের গৌরীপুরে মো. আতাউর রহমান, ত্রিশালে রুবায়েত হোসেন শামীম, ঈশ্বরগঞ্জে শরীফ মোহাম্মদ জুলফিকার আলী টিপু, নেত্রকোনার দুর্গাপুরে মো. জামালউদ্দিন, কিশোরগঞ্জের কটিয়াদীতে মো. তোফাজ্জল হোসেন খাঁন, মুন্সীগঞ্জ সদরে শহিদুল ইসলাম, রাজবাড়ির পাংশায় মো. রইজউদ্দিন খান, নড়িয়ায় সৈয়দ রিন্টু, শরীয়তপুরের ভেদরগঞ্জে বিএম মোস্তাফিজ, জাজিরায় মাজহারুল ইসলাম রনী, সিলেটের গোলাপগঞ্জে গোলাম কিবরিয়া চৌধুরী, জকিগঞ্জে ইকবাল আহমদ তাপাদার, মৌলভীবাজার সদরে মো. অলিউর রহমান, কুমিল্লার লাকসামে মো. বেলাল রহমান মজুমদার, বরুড়ায় মো. জসিমউদ্দিন পাটোয়ারী, চাঁদপুরের হাজীগঞ্জে মো. আব্দুল মান্নান খান, ফেনী সদরে আলালউদ্দিন আলাল, নোয়াখালীর হাতিয়ায় মোহাম্মদ আবদুর রহিম, চৌমুহনীতে মোহাম্মদ জহির উদ্দিন, লক্ষীপুরের রামগঞ্জে মো. তোফাজ্জল হোসেন চৌধুরী বাচ্ছু।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ