Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ৬:১০ পিএম

পার্বতীপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাই আর নেই। তিনি গত সোমবার সকাল ৬টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে... রাজিউন। মৃত্যুর তিন দিন আগে জন্ডিস আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য হিতাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে গেছেন। অ্যাডভোকেট আব্দুল হাই বাংলাদেশ হাই কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তিনি দীর্ঘ বার বছর পার্বতীপুর মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার ছিলেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার তার জন্মস্থান কালিরডাঙ্গায় পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাযা অনুষ্ঠীত হয়। জানাযায় পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান, পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম রেজওয়ানুল হক, পার্বতীপুর চিচিরবন্দর ফুলবাড়ী ও দিনাজপুরের অসংখ্য বীর মুক্তিযোদ্ধাসহ ৮ সহ¯্রাধিক মানুষ তার জানাযায় অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাফন সম্পন্ন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ