বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভেজা শরীরে পানি তোলার মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আজিজুল হক (৪০) নামক এক স্টুডিও ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় লেঙ্গুরা ইউনিয়নে পূর্ব জিগাতলা গ্রামে।
মৃতের পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, জিগাতলা গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে জিগাতলা বাজারের স্টুডিও ব্যবসা আজিজুল হক মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে গোসল করছিলেন। এ সময় পানির ট্যাঙ্কি শূণ্য হয়ে যাওয়ায় ভেঁজা শরীর নিয়ে মটরের সুইচ দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখতে পেয়ে তার ভাই ইমাম হোসেন মেইন সুইচ বন্ধ করে দেন। ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ এ টি এম মাহমুদুল হকের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।