Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাটমোহর পৌরসভায় আ.লীগের প্রার্থী এ্যাড. সাখো মেয়র নির্বাচিত

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১০:৫০ এএম

পাবনার চাটমোহর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো মেয়র নির্বাচিত হয়েছেন। ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৮১২ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক পৌর মেয়র প্রফেসর আঃ মান্নান জগ প্রতীক নিয়ে ৮৪২ ভোট পেয়েছেন। এছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ১৬১ ভোট এবং বিএনপি প্রার্থী আসাদুজ্জামান আরশেদ (ধানের শীষ) পেয়েছেন ৮৫ ভোট। দিকে নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল ও জোরপূর্বক ভোট নেওয়ার অভিযোগে বর্তমান মেয়র মির্জা রেজাউল করিম দুলাল ও সাবেক মেয়র প্রফেসর আব্দুল মান্নান বেলা ১১টার দিকে নির্বাচন বর্জন করেন। তবে বিএনপির দলীয় প্রার্থী নির্বাচনে ছিলেন। অপরদিকে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ডে সাকিবুল হাসান অপু, ২নং ওয়ার্ডে মোঃ মাহাতাব হোসেন, ৩নং এখলাসুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৪ নং ওয়ার্ডে খন্দকার রাজ আলী, ৫নং ওয়ার্ডে বেলাল হোসেন, ৬নং ওয়ার্ডে নুর ই হাসান খান ময়না, ৭ নং ওয়ার্ডে মোঃ ওছিমুদ্দিন, ৮নং ওয়ার্ডে কামরুল হাসান মিন্টু ও ৯নং ওয়ার্ডে মোঃ নাজিম উদ্দিন মিয়া। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন ১নং ওয়ার্ডে পিয়ানুর বিশ্বাস ,২নং ওয়ার্ডে সৈয়দা ওয়াহিদা খাতুন সেলিনা ও ৩নং ওয়ার্ডে কামরুন্নাহার ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ