Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

হামলাকারী নিহত

ইনকিলাব ডেস্ক : বড়দিনের সকালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলে শহরে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। রবিবার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ৬৩ বছরের ওই হামলাকারীও নিহত হয়েছে। শনিবার নাশভিলের শহরতলির অ্যান্টিওচ শহরে সন্দেহভাজনের বাড়িতেও তল্লাশি চালায় কর্তৃপক্ষ। ওই বাড়িটি থেকে পাওয়া স্যাম্পলের সঙ্গে মৃতদেহের মিল খুঁজে পেয়েছেন এফবিআই-এর ফরেনসিক বিশেষজ্ঞরা। রয়টার্স।


নাইজেরিয়ায় নিহত ১১
ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ায় বড়দিনের উৎসবে গির্জায় হামলা চালিয়ে কমপক্ষে ১১ জনকে হত্যা করেছে বোকো হারামের সন্ত্রাসীরা। একইসঙ্গে অপহরণ করে নিয়ে গেছে গির্জার যাজকসহ ৭ জনকে। অনুষ্ঠান চলাকালীনই ওই হামলা চালানো হয়েছিল। হামলা শেষে তারা গির্জাটি পুড়িয়ে দেয়। পুলিশ বলছে, পার্শ্ববর্তী সাম্বিসা বন থেকেই এসেছিল হামলাকারিরা। গির্জায় হামলার আগে তারা একটি হাসপাতালেও হামলা চালিয়েছিল। আগে থেকেই পুলিশকে সতর্ক করে রাখা হয়েছিল যে এদিন জঙ্গি হামলা হতে পারে। ডেইলি মেইল।


ঘরে বসেই
ইনকিলাব ডেস্ক : খ্রিস্টিয় বর্ষবরণ উৎসব পালনে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্বের অন্যতম উল্লেখযোগ্য এক শহর। সিডনির বিখ্যাত অপেরা হাউসে প্রতিবছর প্রচুর লোক জড়ো হয়ে নববর্ষের আতশবাজির জন্য কাউন্টডাউন করে থাকে। তবে এ বছর করোনা মহামারির কারণে সেখানে নববর্ষের বড় জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি সিডনির উত্তরের সৈকত সংলগ্ন শহরতলীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পায়। সোমবার আরও ৫ জন আক্রান্ত হওয়ায় সেখানে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১২৫ এ। প্রায় আড়াই লাখ জনসংখ্যার এই অঞ্চলে এখন কঠোর লকডাউন চলছে যা ৯ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ