মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কে নতুন বছরের প্রথম দিন থেকেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ২১ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। সোমবার (২৮ ডিসেম্বর) দেশটির শ্রম ও সমাজসেবা বিষয়ক মন্ত্রী জেহরা জুমরুত সেলকুক এ তথ্য জানিয়েছেন।
তুর্কি টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ২ হাজার ৩২৪ লিরা (তুর্কি মুদ্রা) থেকে বাড়িয়ে ২ হাজার ৮২৬ লিরা করা হচ্ছে।
তুরস্কের বার্ষিক মুদ্রাস্ফীতির হারের চেয়ে ন্যূন্যতম মজুরি বৃদ্ধির পরিমাণ অন্তত সাত শতাংশ পয়েন্ট বেশি বলে জানিয়েছেন মন্ত্রী জুমরুত সেলকুক।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির তথ্যমতে, গত নভেম্বরে দেশটিতে বার্ষিক মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল ১৪ শতাংশ। একই সময় গত ১২ মাসের মধ্যে তাদের গড় মূল্যবৃদ্ধির হার ছিল ১২.০৪ শতাংশ।
তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস অনুসারে, করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালে দেশটির মুদ্রাস্ফীতি হতে পারে ১২ দশমিক ১ শতাংশ। তবে ২০২১ সালে তা কিছুটা কমে দাঁড়াবে ৯ দশমিক ৪ শতাংশে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশের তালিকায় সাত নম্বরে রয়েছে তুরস্ক। দেশটিতে এপর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৪৭ হাজার ৫৭৮ জন। মারা গেছেন অন্তত ১৯ হাজার ৮৭৮ জন। সূত্র: আনাদোলু এজেন্সি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।