Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংঘর্ষের পর সিরিয়ান শরণার্থী শিবিরে আগুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

লেবাননের উত্তরাঞ্চলে স্থানীয় সময় শনিবার রাতে সিরিয়ান শরণার্থী শিবিরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। লেবাননের স্থানীয় বাসিন্দা এবং শরণার্থী শিবিরের কয়েকজন সদস্যের ভেতর মারামারির পর এ ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, মিনিয়েহ এলাকার ওই শিবিরে বড় ধরনের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কয়জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর-এর মুখপাত্র খালিদ কাব্বারা বার্তা সংস্থা এএফপি’কে জানান, আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। কারণ শিবিরটি তৈরি করা আছে প্লাস্টিক এবং কাঠ দিয়ে। সেখানে অন্তত ৭৫টি পরিবারের বসবাস বলেও জানান তিনি। লেবাননের একটি পরিবারের সঙ্গে শরণার্থী শিবিরের একজন শ্রমিকের দ্বন্দ্ব হয়। সেই ঘটনার জেরে হাতাহাতির পর রাতের বেলা অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিরিয়া

১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ