Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

১০ ইরানি নিহত
ইনকিলাব ডেস্ক : রাজধানী তেহরান সংলগ্ন আলবর্জ পর্বতমালায় তুষারঝড়ে ইরানের ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও সাত আরোহী। ঘটনাস্থলেই নয় জনের মৃত্যু হয়। একজনকে উদ্ধার হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে। দ্য গার্ডিয়ান জানাচ্ছে, শুক্রবার বেশ কয়েকজন আলবর্জ পর্বতমালায় আটকে পড়েছেন এমন খবর সামনে আসে। আইআরআইবি।


৫ লাশ উদ্ধার
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরকানসাসের একটি বাড়ি থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও তিনজন শিশু। নিহতদের বেশিরভাগই হত্যার শিকার হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। এর মধ্যে হত্যাকারীর মতদেহও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পোপ কাউন্টির শেরিফ শেন জোন্স এক বিবৃতিতে জানান, শুক্রবার বিকাল পাঁচটার দিকে একটি ফোন কলে সাড়া দিয়ে ডেপুটিরা লিটল রকের ৬৫ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত এটকিন্স-এর একটি বাড়িতে পৌঁছান। সেখান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এপি।


মিসরে নিহত ৭
ইনকিলাব ডেস্ক : মিসরে করোনা রোগীদের চিকিৎসা চলছে এমন একটি হাসপাতালে অগ্নিকান্ডে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। শনিবার রাজধানী কায়রোর ওই হাসপাতালে এই অগ্নিকান্ড ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। কায়রো থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এল ওবুর এলাকায় মিসর আল আমাল হাসপাতালে অগ্নিকান্ড ঘটে। বৈদ্যুতিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। টিআরটি ওয়ার্লড।


পূর্ণ সমর্থন
ইনকিলাব ডেস্ক : তেল আবিবে নিযুক্ত নিজের রাষ্ট্রদ‚তের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে রাশিয়া। ইহুদিবাদী ইসরাইলের সমালোচনা করে বক্তব্য দেয়ায় ওই রাষ্ট্রদূতকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানোর পর এ সমর্থন জানাল মস্কো। রাশিয়া বলেছে, তার রাষ্ট্রদূত মস্কোর মধ্যপ্রাচ্য বিষয়ক ঘোষিত নীতি অনুসরণ করেই বক্তব্য রেখেছে। তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি বিক্তোরভ গত ৮ ডিসেম্বর জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিনি ও আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সাংঘর্ষিক অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা মূল কারণ; এই অস্থিতিশীলতা সৃষ্টিতে ইরানের কোনো ভূমিকা নেই। আরটি।


তুরস্কে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিক প্রদেশে রোববার ভোরে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সয়লু এক বিবৃতিতে জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে জরুরি উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা ঘটনাস্থলে আছেন। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূতাত্ত্বিক জরীপ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এটি উৎপত্তিস্থল ২ কিলোমিটার ভূগর্ভে। কেন্দ্রস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এ বছরের ২৪ জানুয়ারি তুরস্কে ৬ দশমিক ৮ মাত্রার এক ভূমকম্পে ৪১ জন নিহত এবং ১ হাজার ৬০৭ জন আহত হয়েছিলেন। আনাদোলু।


মদপান নিষেধ
ইনকিলাব ডেস্ক : ভারতের উত্তরাঞ্চলে চলছে শৈত্যপ্রবাহ। রাজধানী দিল্লিতে এই শৈত্যপ্রবাহের মাত্রা আগামী ২৮ ডিসেম্বর থেকে আরও তীব্র হবে। একইসঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও উত্তর রাজস্থানেও শৈত্যপ্রবাহ বাড়বে। আরও বলা হয়েছে, এই সময়ে মদ্যপান এড়িয়ে যাওয়াই ভালো। কারণ মদ্যপান শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়। সুস্থ থাকতে ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে হবে বেশি বেশি। এ সময় বাইরে বেশি সময় কাটালে জ্বর, সর্দি ও নাক থেকে রক্ত বের হওয়ার মতো উপসর্গ বাড়তে পারে। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
২৬ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ