Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউইয়র্কে বিদ্যুৎহীন লক্ষাধিক মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ঝড়ের কবলে পড়ে এক লাখের বেশি মানুষের বড়দিনের উৎসব মাটি হয়েছে। সিএনএন জানিয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের ৭৩ হাজার ৯২৬টি রিপোর্ট পাওয়া গেছে। দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয় রিপোর্ট সংগ্রহকারী সংস্থা পাওয়ারআউটজ জানিয়েছে, শুক্রবার ওয়েস্টচেস্টার, রকল্যান্ড, আলস্টার, অরেঞ্জ এবং ডাচেস কাউন্টিতে বিদ্যুৎ ছিল না। নিউইয়র্ক ও ওয়েস্টচেস্টারে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কনেড (কনএডিসন) বলেছে, পাঁচটি কাউন্টি শহরের চেয়ে নিউইয়র্কের অবস্থা কিছুটা ভালো, এখানে বিদ্যুৎবিহীন অবস্থার ১৭ হাজার রিপোর্ট পাওয়া গেছে, স্টেটেন আইল্যান্ড থেকে বিগ অ্যাপলের (নিউইয়র্ক) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এখানে ৩ হাজার ৫০০টি বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। ভারী বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৬৫ মাইল (১০৫ কিলোমিটার) বেগে প্রবাহিত এই ঝড়ে নিউজার্সির ৪৯ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। পাওয়ারআউটেজ এর হিসাবে দেশটির উত্তরপূর্বাঞ্চল জুড়ে ২ লাখ ৭৫ হাজার গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। ডেইলি নিউজ নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ধ্যা নাগাদ অধিকাংশ মানুষের বাড়িতে আবার বিদ্যুৎ আসে। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউইয়র্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ