Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইথিওপিয়ায় নিহত ২০৭

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ইথিওপিয়ায় অস্ত্রধারীদের হামলায় নিহত গ্রামবাসীর সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। সম্প্রতি ভোরে দেশটির পশ্চিম বেনিশাংগুল-গুমুজ প্রদেশে ওই হামলা চালানো হয়। দেশটির রেড ক্রসের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, এখন পর্য ২০৭ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। রেডক্রসের স্বেচ্ছাসেবী মেলিজ মেসফিন রয়টার্সকে বলেন, ‘আমরা ২০৭ জনকে কবর দিয়েছি।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গোষ্ঠীগত সহিংসতা বন্ধে শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই প্রদেশের ভ্রমণের একদিন পর এই নৃশংস ঘটনা ঘটে। আবি বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। ইথিওপিয়ার মানবাধিকার কমিশন বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র ব্যক্তিদের গুলি ও অগ্নিসংযোগে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।’ কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া না গেলেও রাজ্য সরকারের মুখপাত্র বিয়েনি মেলেসি হামলায় দায় দিয়েছেন ‘শান্তিবিরোধীদের’। তিনি বলেন, ‘নিহতদের সংখ্যা এখন পর্যন্তনিশ্চিত হওয়া যায়নি। তবে যা তথ্য পাচ্ছি, সংখ্যাটা অনেক। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইথিওপিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ