Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থগিত করা হয়েছে সিলেট পাম্প মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২০, ৫:০৯ পিএম

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী। এও জানান, ধর্মঘটের বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক সহ উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের ৬দফা দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করার বিষয়ে আশ্বস্ত করলে ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্তে সম্মত হয়েছি আমরা। আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে ধর্মঘট স্থগিত করে নেন ব্যবসায়ীরা। জেলা প্রশাসন আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। জেলা প্রশাসন আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন, মহানগর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। গত রোববার (২৭ ডিসেম্বর) সকাল থেকে ৬ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছিলেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। উল্লেখ্য, তাদের ৬ দফা দাবীর মধ্যে ছিল, জ্বালানী তেল বিপণন কোম্পানি কর্তৃক নিম্নমানের পেট্রোল সরবরাহ বন্ধ করতে হবে এবং পূর্বের ন্যায় সিলেট গ্যাস ফিল্ড এর উন্নত মানের পেট্রোল সরবরাহ করতে হবে। জ্বালানী তেলের মান নিয়ন্ত্রণ করার জন্য সিলেটের প্রত্যেক ডিপোতে জ্বালানী তেল টেস্টিং ল্যাব স্থাপন করতে হবে। বিভিন্ন সরকারী সংস্থা কর্তৃক অন্যায় ও উদ্দেশ্যমূলক হয়রানী আচরণ বন্ধ করতে হবে। সরকারী অধিদপ্তর কর্তৃক পেট্রোল পাম্পে অভিযান পরিচালনাকালে এসোসিয়েশনের প্রতিনিধি ও তেল বিপণন কোম্পানির প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে। সরকারী অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স সমূহ নবায়ন সহজ করতে হবে। দুর্বৃত্ত পরায়ণ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা আমিরুল ইসলাম মাসুদকে অবিলম্বে সিলেট থেকে করতে হবে প্রত্যাহার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্মঘট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ