পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তিকরণ লিখিত পরীক্ষার ৯টি কেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্রের পরীক্ষা পুনরায় নেয়া হবে। তবে, ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে ফুটেজ দেখে চিহ্নিত করে তাদেরকে পরীক্ষা থেকে বাদ দেয়া হবে।
বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় পাঁচ কেন্দ্রের পরীক্ষা বাতিল করে গত বৃহস্পতিবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেন বার কাউন্সলিরে সচিব মো. রফিকুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর রাজধানী ঢাকার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে আইনজীবী তালিকাভুক্তিকরণের পরীক্ষা নেয় বাংলাদেশ বার কাউন্সিল। এর মধ্যে মোহাম্মাদপুর মহিলা কলেজ, মোহাম্মাদপুর কেন্দ্রীয় কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মাদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও মহানগর মহিলা কলেজ কেন্দ্রে গোলযোগ ও বিশৃংখলা হয়। এসব কেন্দ্রের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কবে নাগাদ এ পরীক্ষা নেয়া হবে তা নির্ধারণ করেনি বার কাউন্সিল। আর এসব পরীক্ষা কেন্দ্রে যারা বিশৃংখলা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে গত ১৯ ডিসেম্বর বার কাউন্সিল লিখিত পরীক্ষার আয়োজন করে আজিমপুর গভর্মেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শেখ বোরহানউুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, বিসিএসআইআর হাইস্কুল, গভর্মেন্ট মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা মহানগর মহিলা কলেজে।
বার কাউন্সিলের এবারের লিখিত পরীক্ষায় ১২ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা ছিলো। এদের মধ্যে পরীক্ষা না দিয়ে অনেকেই জড়িয়ে পড়েন বিশৃংখলায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।