পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
‘ও’ লেভেলের পর ‘এ’ লেভেল না করেই বিদেশী ল’ ডিগ্রিধারীদের এনরোলমেন্ট ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড দেবে না বাংলাদেশ বার কাউন্সিল। এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সে অনুযায়ী কোর্স ডিউরেশনের স্বল্পতা, ইউজিসির অনুমোদন না থাকা এবং ‘ও’ লেভেলের পর ‘এ’ লেভেল না করে বিদেশি ল’ ডিগ্রিধারীদের এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোনো রেজিস্ট্রেশন কার্ড দেবে না। গতকাল বুধবার বার কাউন্সিল সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের গত ২১ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত অনুসারে কিছু কিছু শিক্ষার্থীর নাম সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বার কাউন্সিলে পাঠালেও পরীক্ষা শেষে দেখা যায়, তাদের কোর্স ডিউরেশনের স্বল্পতা রয়েছে। যেমন দুই বছরের পাস কোর্স এক বছরে শেষ করেছে। চার বছরের অনার্স কোর্স এক বছর বা দুই বছরে সম্পন্ন করেছেন। যা নিয়ম বহির্ভূত। এমন পরীক্ষার্থীদের ব্যাপারে পুনঃরেজিস্ট্রেশন না দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া, যেসব বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ইউজিসি/শিক্ষা মন্ত্রণালয় বাতিল ঘোষণা করেছে, আবার কিছু বিশ্ববিদ্যালয় ইউজিসির ল’ প্রোগ্রাম অনুমোদন পাওয়ার আগেই নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থী ভর্তি করে শিক্ষা কার্যক্রম শুরু করেছে, সেসব শিক্ষার্থীদের বার কাউন্সিল রেজিস্ট্রেশন দেবে না।
উল্লেখ্য, আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষার জন্য আগামি ২২ নভেম্বর দিন নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।