২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত মোটা হবেন ৪০০ কোটি মানুষ
২০৩৫ সালের মধ্যে মাত্রাতিরিক্ত ওজন বা মোটা হবেন বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ। সংখ্যার বিচারে যা
প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ১৮ আমার। মুখে ও বুকে অনেক ব্রণ। বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা করেছেন। কিন্তু ব্রণ কমছে না। আমি দ্রুত ব্রণ থেকে মুক্তি চাই।
-সিমি। লালমাটিয়া কলেজ। ঢাকা।
উত্তর : বর্তমানে রেডিওসার্জারির মাধ্যমে আপনার মুখ ও বুকের সব ব্রণ কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই নির্মূল করা সম্ভব।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৫৩। বিয়ের সময় আমি শারীরিকভাবে বেশ সক্ষম ছিলাম। কিন্তু বর্তমানে আমার লিঙ্গ একেবারে নরম ও শিথিল হয়ে পড়েছে। তাছাড়া দ্রুত বীর্যস্খলন হয়ে যায়। আমি এর প্রতিকার চাই।
-প্রদিপ বিশ্বাস। বহদ্দারহাট। চট্টগ্রাম।
উত্তর : আপনার সমস্যাটি মানসিকও হতে পারে। তবে অন্য কারনে হলেও রোগ নির্ণয় করে বর্তমানে চিকিৎসার মাধ্যমে কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই আপনার অক্ষমতা দ্রুত নির্মূল করা সম্ভব। তাই অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪২। দীর্ঘদিন যাবত আমি সোরিয়াসিস রোগে ভুগছি। রোগটি সারা বছরই কমে বেড়ে আমার দেহে থাকে। সম্পূর্ণভাবে ভালো হচ্ছে না। আমি কি এ থেকে মুক্তি পাব না?
-সোলেমান। শাহরাস্তি। চাঁদপুর।
উত্তর : সোরিয়াসিস একটি ক্রনিক ত্বকের রোগ। এটি বেশ কষ্টকর। তবে রোগটি স্থায়ীভাবে ভালো হওয়ার ওষুধ এখনো আবিষ্কার হয়নি। বর্তমানে চিকিৎসার মাধ্যমে রোগটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে সুখী জীবন-যাপন সম্ভব।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩৫। আমার মুখে অনেক দাগ ও বয়সের চিহ্ন। এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে গিয়েছে। অনেক মলম ব্যবহার করেছি। কিন্তু ভালো ফল পাচ্ছি না। তাই আপনার শরণাপন্ন হলাম।
-লুবনা। মেরাদিয়া। ঢাকা।
উত্তর : বর্তমান ফসমোথেরাপি অর্থাৎ মেসোথেরাপির মাধ্যমে কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই আপনার মুখশ্রী প্রায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব।
ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স),
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৯১৪৪১৪৫৪৮।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।