Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মঠবাড়িয়ায় আ’লীগের তৃণমূল কমিটি গঠন নিয়ে সভাপতি ও সা. সম্পাদকের পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২০, ৬:৪৯ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩১ ডিসেম্বর উপজেলা আ‘লীগের সম্মেলনকে সামনে রেখে আ‘লীগের পৌরসভা ও ১১ ইউনিয়নের কমিটি গঠন নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচারকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদক পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৌরসভা ও ১১ ইউনিয়ন কমিটি সভাপতি দাবী করেছেন ভূয়া এবং সাধারণ সম্পাদক কমিটি সঠিক বলে দাবী করেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা আ‘লীগ সভাপতি মোঃ রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমিটি ভিত্তিহীন দাবি করে সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, আমার স্বাক্ষর প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করে দলীয় প্যাডে কমিটি অনুমোদিত বলে প্রচার করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর উপজেলা আ‘লীগের সম্মেলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি স্বার্থান্বেসী মহলের প্ররোচনায় বুধ ও বৃহস্পতিবার কয়েকটি ইক্ট্রোনিক্স মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে। ফলে নেতা-কর্মিদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। তিনি ভিত্তিহীন সংবাদের তীব্র সমালোচনা করে নেতা-কর্মিদের সজাগ থাকার আহ্ববান জনান।
সংবাদ সম্মেরনে উপস্থিত ছিলেন, উপজেলা আ‘লীগ সহ-সভাপতি মো. ফারুক উজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান আকন, পৌর আ‘লীগ সাধারণ সম্পাদক পরিতোষ বেপারী, সহ-সভাপতি মো. হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান তালুকদার, উপজেলা আ‘লীগ ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল আকন, সহ প্রচার সম্পাদক হারুণ অর রশিদ খান প্রমূখ।
অপরদিকে বিকেলে উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর তার বাস ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সকল ইউনিয়ন ও পৌর কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে সভাপতি স্ব-হস্তে স্বাক্ষর করেন। তিনি বলেন, তার সাথে থাকা সহ¯্রাধিক নেতা-কর্মী দুটি হত্যা মামলাসহ রাজনৈতিক মামলার শিকার হন। সম্প্রতি তিনি নির্যাতিত ওই নেতা-কর্মীদের বাদ দিয়ে নিজের পদ বহাল রাখার জন্য গত জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সাথে আঁতাত করেছে। যার ফলশ্রুতিতে দলীয় নেতা কর্মীরা দিশেহারা হয়ে পরে। এসময় তিনি ইক্ট্রোনিক্স মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমকে ধন্যবাদ জানান। পৃথক সংবাদ সম্মেলনে উপজেলা আ‘লীগ পদস্থ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক রোকমান হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবাদ সম্মেলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ