বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের ভূঞাপুরে হাইড্রোলিক ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে রনি (৮) এক শিশু নিহত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্ত্বর এলাকায় অজ্ঞাত কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভূঞাপুর পৌরসভার গনেশ মোড় এলাকায় শিশু এবং একই সময় গোলচত্ত্বর এলাকায় মোটরসাইকেলের চালক নিহত হয়। নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি এলাকার অবিলাশ এবং শিশু রনি ময়মনসিংহের মাজারগঞ্জ গ্রামের শফিকের ছেলে। শিশুটি তার মায়ের পৌরসভার রসুনা এলাকায় থাকতো।
স্থানীয়রা জানান, রনি নামের ওই শিশুটি বাড়ির পাশের সড়কে খেলাধুলা করছিল। এসময় মাটি বোঝাই একটি হাইড্রোলিক ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: তাহিনা আক্তার তুলি জানান, নিহত শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আইয়ুবুর রহমান জানান, সেতুর গোলচত্ত্বর এলাকায় মোটরসাইকেলের চালক উল্টো দিক দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।