বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভারত থেকে সরকারিভাবে কেনা ৫০ হাজার টন চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চালবোঝাই জাহাজ এমভি সেঁজুতি বুধবার রাতে বন্দরের চার নম্বর বার্থে নোঙর করেছে। নিয়ম অনুযায়ী বন্দরের পাইলটের তত্ত্বাবধানে টাগবোটের সাহায্যে জাহাজটি বহির্নোঙর থেকে এনে জেটিতে বাঁধা হয়। আজকালের মধ্যে এই চাল খালাস সম্পন্ন হলে তা বাজারে আসা শুরু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জানা যায় , জি টু জি পদ্ধতিতে সরকার ভারত থেকে ৫০ হাজার টন চাল ক্রয় করে। এই চালের প্রথম চালান নিয়ে জাহাজ বন্দরে ভিড়েছে। প্রথম চালানে ৪১২০ টন চাল রয়েছে। জাহাজটি চার্টার এবং স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে সীগ্লোরি শিপিং লাইন্স। খাদ্য বিভাগ এই চাল খালাস করছে। জাহাজটি বন্দরের চার নম্বর জেটিতে বার্থিং নেয়ার পরই চাল খালাস শুরু হয়েছে। আগামী তিন দিনের মধ্যে চার হাজার টন চাল খালাস সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
ভারত থেকে আমদানিকৃত চাল সরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাজারে আসবে। ভারত থেকে প্রায় সাড়ে ৩৫ টাকা দরে সরকার এই চাল কিনেছে।
সর্বশেষ ২০১৭ সালে চাল আমদানি হয়েছিল সরকারি পর্যায়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।