মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভুটানে লকডাউন
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন প্রকাশ পাওয়ায় বুধবার থেকে আবারও আগামী সাত দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে ভুটানে। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটি জানিয়েছে, ভুটানে আবারও জোন সিস্টেম চালু হচ্ছে। প্রতিটি জেলা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নাগরিকদের চলাচল ওই জোনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকবে। আগামী সাতদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করবে প্রশাসন। তবে অত্যাবশ্যকীয় পণ্যের পরিষেবা চালু থাকছে। ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ভুটানে এ পর্যন্ত ৪৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩০ জন। তবে এ পর্যন্ত দেশটিতে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। রয়টার্স।
১৫ জনকে ক্ষমা
ক্ষমা প্রার্থনার হিড়িক পড়েছে হোয়াইট হাউসের দরবারে। এই তালিকায় বিদায়ী প্রেসিডেন্টের ঘনিষ্ঠরাও রয়েছেন। স¤প্রতি ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন অপরাধে দÐপ্রাপ্ত ১৫ জনকে ক্ষমা করে দিয়েছেন। যদিও তিনি নির্বাচনের ফলাফলকে এখনো সরাসরি মেনে নেননি। ক্ষমাপ্রাপ্ত ১৫ জনের মধ্যে রয়েছেন, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্তের সময় এফবিআই’কে মিথ্যা তথ্য দিয়ে সাজাপ্রাপ্ত দু’জন। ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের সদস্য জর্জ পাপাডোপুলুস এবং অ্যাটর্নি অ্যালেক্স ভান ডের জাওয়ান প্রেসিডেন্ট ট্রাম্পের সাধারণ ক্ষমার তালিকায় পড়েছেন। বিবিসি।
অ্যান্টার্কটিকায় করোনা
করোনার ভয়াল থাবা থেকে বাদ গেলো না বরফঢাকা মহাদেশ অ্যান্টার্কটিকাও। ভাইরাসটি শনাক্তের এক বছরের মাথায় প্রথমবারের মতো অ্যান্টার্কটিকায় এর অস্তিত্ব পাওয়া গেলো। চলতি সপ্তাহে দুজন অসুস্থ হওয়ার পর করোনা পরীক্ষার পর ভাইরাসটি ধরা পড়ে। কর্তৃপক্ষ জানায়, এরইমধ্যে অ্যান্টার্কটিকায় অবস্থানরত চিলির বিভিন্ন রিসার্চ স্টেশনের অন্তত ৩৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ২৬ জন চিলির সেনা সদস্য। বাকি ১০ জন সাধারণ কর্মী। আপাতত আইসোলেশনে রাখা হয়েছে আক্রান্তদের। রয়টার্স।
ডিসিজ এক্স আতঙ্ক
স¤প্রতি কঙ্গোর একটি জঙ্গলে ‘ডিসিজ এক্স’ নামে নতুন এক রোগের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের চেয়ে অনেক বেশি ভয়াবহ এর উপসর্গ অনেকটাই ইবোলার মতো। কঙ্গোর একটি জায়গা কিনশাসা। সেখানে এক নারীর বেশকিছু দিন ধরে প্রচÐ জ্বর। কিন্তু করোনাভাইরাস শনাক্ত হয়নি। রোগের লক্ষণগুলো অনেকটা ইবোলার মতো। ওই নারীকে সম্প‚র্ণ আলাদা রাখা হয়েছে। নিজের পরিবারের সঙ্গেও তার যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। ব্রিটেনের সেলের মতো একটি ঘরে তাকে আইসোলেট করে রাখা হয়েছে। সিএনএন।
কাবুলে নিহত ৫
আফগানিস্তানের রাজধানী কাবুলে আবারো গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে কারা চিকিৎসকসহ পাঁচজন নিহত হয়েছে। জানা গেছে, গাড়িতে ম্যাগনেটিক বোমা সংযুক্ত করা হয়েছিল। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার গাড়িতে সংযুক্ত এক বোমা বিস্ফোরণে মারা যাওয়া পাঁচ ব্যক্তির মধ্যে ছিলেন আফগান কারাগারে শত শত তালেবান বন্দিদের নিয়ে কাজ করা চার চিকিৎসক। কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামারজ জানান, শহরের দক্ষিণাঞ্চলীয় জেলার পুল-ই-চরখি কারাগারে চিকিৎসকরা যাওয়ার পথে ওই বিস্ফোরণ ঘটে। কারাগারটি ছিল ওই চিকিৎসকদের কর্মস্থল। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।