Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পারিবারিক সফরে করোনাবিধি লঙ্ঘন করলো ব্রিটিশ রাজপরিবার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ৬:০২ পিএম

করোনাভাইরাস যখন নতুন বৈশিষ্ট্য নিয়ে ইউরোপে বিশেষ করে ব্রিটেনে লঙ্কাকাণ্ড টিয়ে বসেছে, ঠিক তখনই পারিবারিক সফরে করোনাবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠেছে ব্রিটিশ রাজপরিবারের বিরুদ্ধে। ইংল্যান্ডের স্যান্ডিংহামে একটি পার্কের সামনে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের হাস্যোজ্জল অবস্থায় সেলফি তুলতে দেখা গেছে। এই সদস্যদের মধ্যে ছিলেন ডিউক ও ডাচেস অব কেমব্রিজকে। বেড়াতে যাওয়া সদস্যদের মধ্যে ছিলো তাদের সন্তানরাও। কারও মুখেই ছিলো না কোনও ধরণের মাস্ক। -ডেইলি মেইল, সিএনএন

প্রিন্স উইলিয়ামের পরিবারকে পার্কে দেখা যায় তার চাচা এডওয়ার্ড ও তার পরিবারের সঙ্গে। এই পার্কের কাছেই রানী ২য় এলিজাবেথের নারফোক রেসিডেন্ট। নরফোক বর্তমানে টায়ার ২ লকডাউনের আওতায় রয়েছে। এর আওতায় একসঙ্গে ৬ জনের বেশি বাইরে জমায়েত হতে পারেন না। এই ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে বার বার সাবধান করা হয়েছে। এদিকে এই নিয়ে আগে থেকে ঝামেলায় রয়েছে স্যান্ডিংহামের অরণ্য কর্তৃপক্ষ। সাধারণ মানুষকে বনে হাটার সময় এই নিয়ম মানানো যাচ্ছে না। সেই দলে এবার যোগ দিলো ক্ষমতাসীন রাজপরিবারও। উপরন্তু ডেইলি মেইল দাবি করেছে, তারা কেউ শারিরিক দূরত্ব মানেননি। সেদিন পার্কে গিয়েছিলেন ক্ষমতাসীন পরিবারটির ৬ জনের বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্যে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ