Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বান্দরবানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

‘লেটস সিনেমা’ স্লোগান নিয়ে বান্দরবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক তারুণ্য চলচ্চিত্র উৎসব গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভাল বাংলাদেশ।এটি আয়োজন করছে চলচ্চিত্র সংসদ সিনেমা বাংলাদেশ। উৎসবটি ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিত হবে বান্দরবান শহরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে। উৎসব কর্তৃপক্ষ জানায়, লক্ষ্মীপুর, রংপুর ও ময়মনসিংহের পর এটি তাদের চতুর্থ আসর। উৎসব উদ্বোধন করবেন সিনেমা বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাট্যজন রামেন্দ্র মজুমদার। উৎসবের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনির্মাতা মোরশেদুল ইসলাম, অভিনেত্রী ববিতা, নির্মাতা আবু সাইয়ীদ, নাট্যনির্দেশক-অভিনেত্রী ত্রপা মজুমদার, প্রযোজক-পরিচালক আরিফুর রহমান এবং সাদিয়া খালিদ। উৎসবে দেশ-বিদেশের ৭৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জমা পড়েছে ১০১ দেশের তরুণদের নির্মিত প্রায় ১৪০০ চলচ্চিত্র। এগুলোর মধ্য থেকে ২৮ ডিসেম্বর সমাপনী দিনে বিচারকের রায়ে পুরস্কারপ্রাপ্ত সেরা সাতটি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হবে। এছাড়া উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। পাশাপাশি সা¤প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শিত হবে আমন্ত্রিত চলচ্চিত্র বিভাগে। এতে মোরশেদুল ইসলামের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আমার বন্ধু রাশেদ, গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজাল এবং তানিম রহমান অংশুর চলচ্চিত্র ন ডরাই প্রদর্শিত হবে। এগুলোর প্রদর্শন শেষে দর্শকের সাথে মতবিনিময় করবেন সংশ্লিষ্ট পরিচালক ও কলাকুশলীরা। আয়োজকরা জানান, পুরো আয়োজনটি স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ