Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর প্রদেশের ‘মৃত মানুষ’ পর্দায় আসছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

কাগজে কলমে মৃত ভারতের উত্তর প্রদেশের লাল বিহারী মৃতকের (৬৫) জীবনকাহিনী পর্দায় আসছে। তাকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কাগজ’-এর কাহিনী-চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন সতীশ কৌশিক। লাল বিহারী (ছবিতে বামে) তার এক আত্মীয়ের কারসাজিতে সরকারি দলিলে মৃত হিসেবে লিপিবদ্ধ হয়ে যায়। নিজের নামে সে শেষে মৃতক উপাধি যোগ করে। ১৯ বছর আইনি লড়াইয়ের পর সে প্রমাণ করতে সক্ষম হয় যে সে আসলে মৃত নয়। অনন্য এই কাহিনী নিয়ে ‘কাগজ’ ২০২১-এর ৭ জানুয়ারি মুক্তি পাবে, হলে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে একই সঙ্গে। পঙ্কজ ত্রিপাঠী মৃতকের ভূমিকায় অভিনয় করেছেন। অন্যান্য ভূমিকায় আছেন- মোনাল গাজ্জার, মিতা বশিষ্ঠ, অমর উপাধ্যায় এবং সতীশ কৌশিক। চলচ্চিত্রটিতে প্রধানত দুর্নীতি এবং সমাজের অবিচার-অন্যায়কে তুলে ধরা হবে। নিজের জীবনীচিত্র নির্মাণের বিষয়ে সন্তোষ প্রকাশ করে ‘মৃতক’ জানান ১৯৭৫ সালে একটি ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গিয়ে তিনি আবিষ্কার করেন সরকারি রেকর্ডে তিনি মৃত তাই ঋণ পাবেন না। আরও জানতে পারেন তার চাচা তার পৈতৃক সম্পত্তি দখলের জন্য ঘুষ দিয়ে তাকে মৃত হিসেবে রেজিস্ট্রি করেছে। সারা ভারতে তার মত এমন কয়েক হাজার ‘মৃতক’ রয়েছে। এমন ষড়যন্ত্রের শিকার মানুষদের ‘মৃতক সংঘ নামে একটি সংগঠনও রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ