বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বন্ধ চিনিকল চালুসহ ৫ দফা দাবিতে আগামীকাল বুধবার রংপুরের শ্যামপুর এলাকায় আধাবেলা ধর্মঘটের ঘোষণা দিয়েছে চিনিকল শ্রমিক-কর্মচারীসহ আখ চাষিরা।
ধর্মঘট কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন।
তিনি জানিয়েছেন, দেশের ১৫টি চিনি কলের মধ্যে নয়টি চালু করলেও এখনও ছয়টি বন্ধ রয়েছে। তারমধ্যে শ্যামপুর চিনিকল একটি। অবিলম্বে এটি চালু করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবি আদায় না হলে ২৪ ডিসেম্বর থেকে রেলপথ, রাজপথ অবরোধসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।
এর আগে ১৯ ও ২০ ডিসেম্বর চিনিকল খুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও সমাবেশ করেছেন শ্রমিক কর্মচারী ও আখচাষিগন।
চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন আরও জানিয়েছেন, বর্তমানে শ্যামপুর চিনিকলসহ স্থগিতকৃত ৬টি চিনিকলেই আখ মাড়াই কার্যক্রম যথাযথভাবে পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মিল চালানোর প্রয়োজনীয় প্রায় সকল ব্যায় নির্বাহ করা হচ্ছে। এই সময়ে শ্যামপুর চিনিকলের আক মাড়াই বন্ধ রেখে কর্র্র্র্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী চিকিলের আওতায় উৎপাদিত আখ জয়পুরহাট চিনিকলে মাড়াই করলে অতিরিক্ত আরও ৮ থেকে ১০ কোটি টাকা খরচ বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে লোকসান কমানোর যে উদ্দেশ্যে মিল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে পক্ষান্তরে লােকসান আরও বৃদ্ধি পাবে।
শ্যামপুর চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সাগর জানিয়েছেন, এই চিনিকলের সুবাদে অত্র এলাকার ৮ থেকে ১০ হাজার চাষি অর্থকারী ফসল আখচাষ করে আর্থিক সচ্ছলতা পেয়েছেন। তার সাথে সম্পৃক্ত ব্যবসায়ী, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণী/পেশার আরো অনেকে এই চিনিকলের উপর নির্ভর করে জীবন জীবিকা পরিচালনা করে আসছেন।
চিনিকলের শ্রমিক কর্মচারীরা চার পাঁচ মাসের বেতন ভাতা না পেয়ে অবসরকালীন শ্রমিক কর্মচারীগণ অবসরকালীন গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। আমাদের অবস্থাও খারাপ। তারপরও মায়ের মতো আমরা এই চিনিকলকে আগলে রেখেছি।
উল্লেখ্য, অব্যাহত লোকসান কমাতে গত ১ ডিসেম্বর দেশের ১৫টি চিনিকলের মধ্যে ৬টি চিনিকলের মাড়াই বন্ধ রেখে ৯টি চিনিকলের মাড়াই চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।