Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবহাওয়া এজেন্ডা বাস্তবায়নে বৈচিত্র্যপূর্ণ টিম বাইডেনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

আবহাওয়া ও জ্বালানি বিষয়ক দল ঘোষণা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার ঘোষিত বৈচিত্র্যপূর্ণ টিমটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বহু নীতিকে উল্টে দিয়ে উচ্চাভিলাষী আবহাওয়া এজেন্ডা এগিয়ে নেয়ার চেষ্টা করবে। বিভিন্ন গোষ্ঠী থেকে আসা দলটির সদস্যরা যুক্তরাষ্ট্রের সত্যিকারের প্রতিনিধিত্ব করবে বলেই মনে করছে বাইডেন শিবির। বাইডেন তার নতুন আবহাওয়া ও জ্বালানি দলকে উজ্জ্বল, যোগ্য ও পরীক্ষিত এবং অভিনব আইডিয়া দিয়ে বাধা পার করা দল হিসেবে বর্ণনা করেছেন। সিনেটে অনুমোদিত হলে মাইকেল রেগান প্রথম কোনো কৃষ্ণাঙ্গ হিসেবে মার্কিন এনভায়রনমেন্ট প্রটেকশন এজেন্সি (ইপিএ) পরিচালনা করবেন। এছাড়া প্রতিনিধি পরিষদের সদস্য দেব হেলান্দ হবেন প্রথম কোনো নেটিভ আমেরিকান, যিনি স্বরাষ্ট্র সচিব হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য হচ্ছেন। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ডেমোক্র্যাট দলীয় জো বাইডেন আবহাওয়া পরিবর্তন মোকাবেলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভের কম সংখ্যাগরিষ্ঠতা এবং সিনেটের নিয়ন্ত্রণ এখনো অনিশ্চিত থাকায় কংগ্রেসে তার এজেন্ডা খুব কম সাফল্য দেখতে পারে। পরিবর্তে এগুলো নিয়ে তাকে নিয়ন্ত্রক সংস্থাগুলোর ওপর নির্ভর করতে হবে। প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী বাইডেন ওবামা প্রশাসনের ইপিএ প্রশাসক গিনা ম্যাকার্থিকে জাতীয় আবহাওয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছেন। এছাড়া মিশিগানের সাবেক গভর্নর জেনিফার গ্রানহলম সম্ভবত বাইডেনের জ্বালানি সচিব হতে যাচ্ছেন। এক মিডিয়া ব্রিফিংয়ে বাইডেন বলেন, আজকের মনোনীত প্রার্থীরা প্রথম দিনই প্রস্তুত হয়ে যাবেন। এটি আমাদের জন্য অপরিহার্য। কারণ আক্ষরিক অর্থে আমাদের কাছে নষ্ট করার মতো সময় নেই। পরিবেশগত দলটির অভিজ্ঞতা ও বৈচিত্র্যের জন্য মূলত প্রশংসা পাচ্ছে। তবে প্রায়ই বাইডেনের সমালোচনার শিকার হওয়া শক্তিশালী জীবাশ্ম জ্বালানি শিল্প যুক্তি দিয়েছে, বাইডেনকে অবশ্যই চাকরি সংরক্ষণের পাশাপাশি আবহাওয়া প্রচেষ্টার ভারসাম্য রক্ষা করতে হবে। বাইডেন ২০৫০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের কার্বন নিঃসরণ শ‚ন্যে নামিয়ে আনতে চান। এজন্য বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশকে পরিবহন, বিদ্যুৎ উৎপাদন ও কৃষিকাজসহ অর্থনীতিকে ঢেলে সাজানোর প্রয়োজন হবে। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পূর্ণ বিপরীত। যেখানে ট্রাম্প প্যারিস চুক্তি থেকে ওয়াশিংটনকে ফিরিয়ে নিয়েছেন এবং অর্থনীতির জন্য ক্ষতিকর মনে করা আবহাওয়া সংক্রান্ত নীতিমালা শিথিল কিংবা বাতিল করেছেন। অন্যদিকে বাইডেন ঘোষণা দিয়েছেন, তিনি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই প্যারিস আবহাওয়া চুক্তিতে পুনরায় যোগদান করবেন এবং আবহাওয়া পরিবর্তন নিয়ে বিশ্বকে নেতৃত্ব দেয়ার আসনে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে নেবেন। এদিকে বাইডেনের ট্রানজিশন দল জানিয়েছে, শনিবার নবনির্বাচিত প্রেসিডেন্ট মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোরের সঙ্গে আঞ্চলিক অভিবাসন ও এর কারণ নিয়ে নতুন পদ্ধতির বিষয়ে কথা বলেছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাইডেন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ