প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় চিত্রনায়িকা তমা মির্জা তার স্বামীকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে ডিভোর্সের কাগজপত্র তৈরি করেছেন বলে তিনি জানান। তমা জানান, শিঘ্রই আমার স্বামী হিশাম চিশতিকে তালাকের কাগজপত্র পাঠাবো। আইনজীবীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। এরমধ্যে ডিভোর্সের কাগজপত্র তৈরি করা হয়েছে। চলতি সপ্তাহে তাকে তালাকনামা পাঠিয়ে দেবো। তিনি বলেন, তার সঙ্গে সংসার করা সম্ভব না। আমি এর আগেও তাকে একবার তালাক দিতে চেয়েছি। বিয়ের ছয় মাসের মাথায় তালাক দিতে চেয়েছিলাম। সেই সময় তার পরিবারের সবার অনুরোধে তালাক থেকে সরে আসি। তারপরও সে নিজেকে শুধরাতে পারেনি। তাই আমাকে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়েছে। গত বছর মে মাসে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় ব্যবসায়ী হিশাম চিশতির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তমা। এরমধ্যেই একে অপরের বিরুদ্ধে থানায় মামলাও করেন। মামলায় হিশাম চিশতি উল্লেখ করেছেন পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যার চেষ্টা করেন তমা ও তার পরিবার। মামলা করার পরেই হিশাম আবার দেশ ছেড়ে কানাডায় চলে যান। তবে হিশামের মামলাকে মিথ্যা বলছেন তমা। তিনি বলেন, আমার নামে হিশাম মিথ্যা অভিযোগ করছেন। যার কোনোটি সত্যি নয়। সে নিজেই আমাকে বিভিন্নভাবে নির্যাতন করতো। আমি তার নামে থানায় তিনটি মামলা করেছি। একটি হলো নারী নির্যাতন মামলা, অন্যটি যৌতুকের। এ ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনেও তার নামে মামলা আছে। সে বিভিন্ন সময় আমার আপত্তিকর ছবি প্রকাশ করবে বলে আমাকে হুমকি দিয়ে আসছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।