প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্বামীসহ পবিত্র ওমরাহ পালন করতে সউদী আরবে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ মাসেই ওমরাহ পালনের উদ্দেশ্যে সউদী আরবে যাত্রা করবেন বলে জানিয়েছেন মাহি। এজন্য কাজ থেকে ১৫ দিনের ছুটি নেবেন তিনি। মাহি বলেন, তারিখটি এখনও ঠিক হয়নি। আপাতত কোনো শিডিউল রাখছি না। এর আগে কখনও পবিত্র মক্কা শরীফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, অনুভূতিটা সত্যিই অন্যরকম। বর্তমানে ইফতেখার চৌধুরী পরিচালিত ড্রাইভার সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন মাহি। এতে গাড়িচালক চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে। আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল।মাহি জানান, ড্রাইভার’র প্রথম লট শেষ হলেই সউদী আরবে উড়াল দেবেন এই অভিনেত্রী। এরপর ওমরাহ পালন শেষে আবারও শুটিংয়ে ফিরবেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।