প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এবার সাংবাদিকতা পেশায় জড়িয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। যদিও সাংবাদিকতায় তিনি নতুন নয়। ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় আব্দুর রহমান সম্পাদিত সে সময়ের পাঠকপ্রিয় ম্যাগাজিন প্রিয়জন-এ তিনি কিছুদিন দায়িত্ব পালন করেছিলেন। এরপর ২০১৮ সালে একটি অনলাইন নিউজ পোর্টালের ইয়েস নিউজ বিডি ডটকমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন কিছু দিন। সম্প্রতি ভিশন-২০২১ নামের একটি সাপ্তাহিক ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মৌসুমী বলেন, চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরে অভিনয় করছি। সাংবাদিকদের সঙ্গে পরিচয় এবং যোগাযোগ আছে অনেকদিন ধরে। আমি সবসময় মনে করি সাংবাদিকতা একটি সুন্দর পেশা। তিনি বলেন, আগে থেকেই ইচ্ছে ছিল পত্রিকার সঙ্গে নিজেকে জড়াব। অভিনয় শিল্পের বাইরে অন্য কিছু করব। সেভাবেই ভিশন-২০২১ ম্যাগাজিনের সঙ্গে নিজেকে জড়িয়েছি। এদিকে মৌসুমীকে এখন অভিনয়ে খুব একটা দেখা যায় না। আগে নাটকে এবং সিনেমায় নিয়মিত অভিনয় করলেও, এখন তাতে ছেদ পড়েছে। তবে ভালো গল্প ও চিরত্র পেলে তিনি অভিনয় করেন। সম্প্রতি তিনি নতুন দুই সিনেমায় অভিনয় করছেন। সিনেমা দুটি হচ্ছে আশুতোষ সুজনের পরিচালনাধীন ‘দেশান্তর’ এবং জাহিদ হোসেনের ‘সোনার চর’। দেশান্তর নির্মিত হচ্ছে কবি নির্মলেন্দু গুণের কবিতা দেশান্তর অবলম্বনে। এটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। পরিচালক জানান, গল্পের চরিত্র অনুযায়ী, মৌসুমীকে নির্বাচিত করা হয়েছে। অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু করব। মৌসুমী বলেন, অনুদানের সিনেমায় এর আগেও কাজ করেছি। আশুতোষ সুজনের বেশকিছু নাটকেও অভিনয় করেছি। ফলে দুজনের মধ্যে বোঝাপড়াটা ভালো। আশা করছি, একটি ভালো সিনেমা হবে। তিনি বলেন, এখন আমাকে গল্প ও চরিত্র অনুযায়ী অভিনয় করতে হচ্ছে। এমন চরিত্রে অভিনয় করছি যাতে আমার সঙ্গে মানানসই হয়। এদিকে সেপ্টেম্বর থেকে জাহিদ হোসেনের সোনার চর সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে। এ সিনেমার শুটিং শেষ করে দেশান্তরের শুটিং শুরু করবেন মৌসুমী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।