Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিত্রনায়িকা ময়ূরী এখন সার্কাসে ব্যস্ত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

চলচ্চিত্রের পর্দা কাঁপানো একসময়ের চিত্রনায়িকা ময়ূরী বিয়ে করে সংসারী হয়েছেন। আর সিনেমা করবেন না বলে জানিয়েছেন। তবে সিনেমা না করলেও বিভিন্ন ‘সার্কাস’-এ তিনি পারফর্ম করছেন। ময়ূরী জানিয়েছেন, অর্থের প্রয়োজনে পরিবার-পরিজন নিয়ে চলতে গেলে সংসারে টাকা লাগবে। পেটের জন্যই আমরা সবাই পরিশ্রম করি। বসে বসে খেলে রাজার ভাণ্ডারও একসময় শূন্য হয়ে যায়। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় পর্যায়ে। তাই সার্কাসে পারিশ্রমিকের বিনিময়ে সিনেমার জনপ্রিয় গানগুলোর সঙ্গে অভিনয় করি। ময়ূরী জানান, আমাকে পলিটিক্স করে সিনেমা থেকে বের করে দেওয়া হয়েছে। নায়িকারা আমার নামে দুর্নাম ছড়াত। আমাকে অশ্লীল নায়িকা বলে প্রচার করা হতো। এখন টুকটাক স্টেজ শো করি। তারপরও আমি এখন ভালো আছি, আমার ফ্ল্যাট আছে, গাড়ি আছে। তিনি বলেন, সার্কাস দল লায়ন অলিম্পিক গ্রেট রওশন-এর সঙ্গে অনুষ্ঠান করছি। তারা আমাকে যোগ্য সম্মান দিয়ে অনুষ্ঠানগুলোতে নিয়ে যায়। বগুড়া, লালমনিরহাট, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে শো করে এসেছি। প্রচুর নারী দর্শকও হয় সেগুলোতে। সবাই আমাকে এক নজর দেখার জন্য উদগ্রীব থাকে। ময়ূরী আক্ষেপ করে বলেন, অনেক সিনেমা করেছি। কিন্তু আমাকে খুব কম পারিশ্রমিক দেয়া হত। অনেক প্রযোজক আমাকে দিয়ে ছবি বানিয়ে বাড়ি-গাড়ির মালিক হয়েছেন। কিন্তু আমার পারিশ্রমিকের পুরোটা পরিশোধ করেননি। লাখ লাখ টাকা আমি আজও ওইসব প্রযোজকের কাছে পাওনা আছি। এ রকম অনেক প্রযোজক পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাদেরকে মাফ করে দিয়েছি। ময়ূরী বলেন, আর সিনেমা করব না। বিয়ের পরই এ সিদ্ধান্ত নিয়েছি। আমার এখন দুই সন্তান, তাদের নিয়েই ব্যস্ত থাকি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিত্রনায়িকা ময়ূরী এখন সার্কাসে ব্যস্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ