Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ফেডারেশন কাপে খেলতে পারবে ব্রাদার্স!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ৭:০০ পিএম

দলবদল কার্যক্রমের নির্ধারিত সময় শেষ হওয়ার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব তাদের নিবন্ধিত ফুটবলাদের নামের তালিকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) জমা দিয়েছে। তাই তারা এ মৌসুমে ঘরোয়া আসরে খেলতে পারবে কি না তার সিদ্ধান্ত নিতে বাফুফের প্লেয়ার স্ট্যাটাস কমিটি পর্যন্ত গড়ায় বিষয়টি। আগের দিন বাফুফে শোকজ করেছিল ব্রাদার্সকে। তার জবাবও দিয়েছে তারা। তবে খেলার সিদ্ধান্ত দিতে রোববার আবদুর রহিম, আখতার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম (অব.) ও আবু নাইম সোহাগের সমন্বয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটি সভায় বসে। সভার সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ব্রাদার্সকে ফেডারেশন কাপে খেলার অনুমতি দেয়া হয়েছে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্তটি ঠেলে দেয়া হয় বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায়। তথ্যটি নিশ্চিত করেছেন বাফুফের কম্পিটিশন ম্যানেজার জাবের বিন তাহের আনসারী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ