বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নীলফামারীর সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ রোববার (২০ ডিসেম্বর) মেয়র পদে ৬ জন ,সাধারণ কাউন্সিলর পদে ৯৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হচ্ছেন রাফিকা আকতার জাহান (আওয়ামালী লীগ, অ্যাডভোকেট এস. এম. ওবায়দুর রহমান (বিএনপি), সিদ্দিকুল আলম (জাপা,এ), হাফেজ মো. নুরুল হুদা (বাংলাদেশ ইসলামী আন্দোলন), মো. আমজাদ হোসেন সরকার (স্বতন্ত্র) এবং মো. রবিউল আউয়াল (স্বতন্ত্র)।
এছাড়া পৌরসভার ১৫টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে সর্বমোট ৯৩ জন এবং পাঁচটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন।
মনোনয়নপত্র জমাকারী প্রার্থীদের মনোনয়নপত্র আগামী ২২ ডিসেম্বর যাচাই-বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। আর দ্বিতীয় দফায় আগামী ১৬ জানুয়ারী ইভিএমএ ভোট গ্রহন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।