বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আগামী ১৬ জানুয়ারীতে অনুষ্ঠিত হবে নাটোরের গোপালপুর পৌর নির্বাচন। নির্বাচনে লড়তে মেয়র পদে ৬জন এবং ৯টি কাউন্সিলর ও৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৪৮ জন প্রার্থী (সাধারণ পদে ৩৬ সংরক্ষিত মহিলা পদে ১২ জন) তাদের মনোনয়ন দাখিল করেছেন।
মনোনয়ন পত্র দাখিরের শেষ দিন রবিবার (২০ ডিসেম্বর) বিকাল পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন সূত্রে জানা গেছে, রবিবার বিকেল পর্যন্ত যে সকল প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি, বিএনপি মনোনীত প্রার্থী আব্দুললা আল মামুন কচি, সতন্ত্র প্রার্থী মুনজুরুল ইসলাম বিমল, আব্দুল হান্নান, জিল্লুর রহমানও সায়েদুল হক।
দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।