বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার শেরপুরে ভটভটির (স্থানীয় ভাষায় নছিমন) ধাক্কায় মহাদেব (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার বেলা বারোটার দিকে শেরপুর-রানীরহাট আঞ্চলিক সড়কের নাইশিমুল পশ্চিমপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে দুর্ঘটনার পরপরই ওই ভটভটির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ভবভটিসহ হেলপার সোহেল রানাকে (১৯) আটক করেন স্থানীয় জনতা। তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা এলাকার আজিজার রহমানের ছেলে। পরে ভটভটিসহ আটক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বগুড়ার শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার আলী জানান, ভটভটিটি ধান আনতে রানীরহাট বাজারে দিকে যাচ্ছিল। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছলে যানটির গতি দ্রুত থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী মহাদেবের মৃত্যু হয়। ঘাতক ভটভটিকে জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও হেলপার আটক আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।