মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অভিনব পন্থায়
ইনকিলাব ডেস্ক : অভিনব এক পন্থায় মাদকবিরোধী অভিযান শুরু করেছে পেরুর পুলিশ। সান্তাক্লজ ও এলফ সেজে রাজধানী লিমায় মাদক কারবারিদের বাসায় হানা দিচ্ছে তারা। এসময় তারা অনেক মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছে। রোববার ছদ্মবেশে এই অভিযান পরিচালনা করে পেরুর পুলিশ। এসময় তারা একটি আন্ডারকভার ভ্যানে করে মাদক ব্যবসায়ীদের বাসায় হানা দেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, তারা একটি বড় হাতুড়ি দিয়ে মাদক ব্যবসায়ীদের বাড়িতে হানা দিচ্ছে। এরপর কোকেইন ও গাজা বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তির সঙ্গে ধস্তাধ্বস্তি করে তাকে গ্রেপ্তার করছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।
মহাকাশ বাহিনী
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন গঠিত মহাকাশ বাহিনীর সদস্যদের নাম ঘোষণা করেছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর নব গঠিত এই শাখাটির সদস্যরা পরিচিত হবেন গার্ডিয়ানস নামে। শুক্রবার বাহিনীটির প্রথম বর্ষপূর্তিতে এই ঘোষণা দেন পেন্স। মহাকাশে রাশিয়া ও চীনের হুমকি বাড়তে থাকায় মহাকাশ বাহিনী (স্পেস আর্মি) গঠনের ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সমন্বিত যুদ্ধ কমান্ডের অধীনে মার্কিন মহাকাশ কমান্ড গঠন করা হয়। গার্ডিয়ান।
প্রত্যাখ্যান ভারতের
ইনকিলাব ডেস্ক : পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে দুই সামরিক পর্যবেক্ষককে বহনকারী জাতিসংঘের একটি গাড়িতে গুলি চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। ওই অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে দিল্লি। শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়, ওই এলাকায় ভারতের পক্ষ থেকে কোনও গুলি চালানো হয়নি। পাকিস্তানের তরফে দাবি করা হয় নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলিতে ক্ষতিগ্রস্থদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া জাতিসংঘের পর্যবেক্ষকদের বহনকারী গাড়ি লক্ষ্য করে শুক্রবার গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এনডিটিভি।
ঘরে থাকার অনুরোধ
ইনকিলাব ডেস্ক : নতুন করে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ায় প্রশাসন থেকে অস্ট্রেলিয়ার সিডনির বাসিন্দাদের ঘরে অবস্থান করার আহবান জানানো হয়েছে। অথচ দেশটিতে গত দুই সপ্তাহ ধরে স্থানীয়ভাবে নতুন সংক্রমণ প্রায় শূন্য ছিল। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী সিডনির নর্দান বিচেস অঞ্চলে গত বুধবার থেকে ২৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। কোথা থেকে তারা সংক্রমিত হয়েছেন তা খুঁজে বের করতে কর্মকর্তারা জোর তল্লাশি চালিয়ে যাচ্ছেন। রাজ্য সরকার থেকে সব বাসিন্দাদের জনস্মুখে মাস্ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। এছাড়ও রাজ্য জুড়ে ‘উচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে। বিবিসি।
পুরস্কার ঘোষণা
ইনকিলাব ডেস্ক : ইথিওপিয়া সরকার উত্তরাঞ্চলীয় তিগ্রাই অঞ্চলে বিদ্রোহী বাহিনী তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) এর পলাতক নেতাদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে। টিপিএলএফ এর প্রধানদেরকে ধরিয়ে দেওয়া কিংবা পলাতক নেতাদের অবস্থান সম্পর্কে তথ্যদাতার জন্য ১ কোটি ইথিওপিয়ান বির (২৬০,০০০ ডলার) পুরস্কার ঘোষণা করা হয়েছে। শুক্রবার ইথিওপিয়ার রাষ্ট্রপরিচালিত সম্প্রচারমাধ্যম ইবিসি-তে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয় এবং সরকারি একটি টাস্কফোর্স ঘোষণাটি টুইট করেছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।