Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় নলছিটি থানার এএসআই নিহত

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০২০, ৪:৪০ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠির নলছিটি থানায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) এনায়েত হোসেনের (৩৮) মৃত্যু হয়েছে। কর্মস্থল থেকে শুক্রবার রাতে বাড়িতে যাওয়ার পথে পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিঙ্গা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এনায়েত হোসেন পটুয়াখালী উপজেলার দশমিনা উপজেলার গছানি গ্রামের ফজলুর রহমানের ছেলে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, শুক্রবার সন্ধ্যায় নলছিটি থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে রওয়ানা হয় এএসআই এনায়েত। রাত ৮টার দিকে বাউফলের গোসিঙ্গা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই হেমায়েত হোসেন বলেন, লাশ ময়না তদন্তের জন্য শনিবার সকালে পুটয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁর জানাজা শেষে দাফন করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এএসআই

২০ সেপ্টেম্বর, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ