পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : এক হত্যা মামলার আসামিকে ধরে ছেড়ে দেয়ায় শিবগঞ্জ থানার এএসআই মো: খাইরুল ইসলামকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ থানা থেকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম ক্লোজডের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বুধবার উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কামাল হত্যা মামলার ২ নম্বর আসামি সুমন আলীকে রানীহাটি এলাকা থেকে গ্রেফতার করে এএসআই খাইরুল ইসলাম। পরে তাকে রাস্তা থেকেই অজ্ঞাত কারণে ছেড়ে দেয়া হয়। বিষয়টি স্থানীয় সাংবাদিকরা পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামকে জানালে তিনি বিষয়টি তদন্তের জন্য সহকারী পুলিশ সুপার (সদর ও শিবগঞ্জ সার্কেল) ওয়ারেছ আলী মিয়াকে দায়িত্ব দেন। তদন্তে বিষয়টির সত্যতা পাওয়ায় তাকে ক্লোজড করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।