Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাবাখে ধ্বংস হওয়া ধর্মীয় স্থানগুলির পুনর্নির্মাণ শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ৩:৪৩ পিএম

আজারবাইজানের প্রেসিডেন্টের স্ত্রী এবং হায়দার আলিয়েভ ফাউন্ডেশনের প্রধান মেহরবান আলিয়েভার নির্দেশে সিভিল ইঞ্জিনিয়ারের একটি টিম নাগরনো-কারাবাখের মুক্ত অঞ্চলসমূহে ধ্বংস হওয়া ধর্মীয় ভবন ও মসজিদ পুনর্নিমাণের কাজ শুরু করেছেন।

জানা যায়, অস্ট্রিয়ার নির্মাণ সংস্থা আলেলিয়ার এরিক পামার গেসম্বএইচ-এর সভাপতি এরিক পামার আঘদাম মসজিদটি পরিদর্শনকালে এর বর্তমান অবস্থার মূল্যায়ন করেছিলেন।

এই প্রকল্পটি দেশী এবং বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে সম্পন্ন করা হবে। এর মাধ্যমে নাগরনো-কারাবাখের বিভিন্ন ধর্মীয় স্থানগুলোকে পুনর্জীবিত ও সংস্কার করা হবে।
বর্তমানে শুশা ও আগাদম অঞ্চলের মসজিদসমূহ পুনর্র্নিমাণ করা হচ্ছে। এগুলো দীর্ঘদিন দখলে থাকার ফলে প্রায় ধ্বংস হয়েছে গিয়েছে। সূত্র: ইকনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজারবাইজান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ