মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সৈকতে পড়ে থাকা পরিত্যক্ত একটি নৌকা থেকে প্রায় ৬৪৯ কেজি কোকেন উদ্ধার করেছে প্রশান্ত মহাসাগরীয় মার্শাল দ্বীপপুঞ্জের পুলিশ। এর আগে কখনো এত পরিমাণ মাদকের খোঁজ পায়নি ওই দ্বীপপুঞ্জের আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে, লাতিন আমেরিকা থেকে প্রশান্ত মহাসাগরে কয়েক মাস কিংবা তারও বেশি সময় ভেসে থাকার পর মাদকবাহী নৌকাটি মার্শাল দ্বীপপুঞ্জে এসে পৌঁছায়। উদ্ধার করা কোকেনের আনুমানিক বাজার দর আট কোটি মার্কিন ডলার। মার্শাল দ্বীপপুঞ্জে সৈকতে মাদক ভেসে আসার ঘটনা এবারই প্রথম নয়। মার্শাল দ্বীপপুঞ্জের আইলাক এলাকার বাসিন্দারা মাদকবাহী ১৮ ফুট দৈর্ঘ্যের পরিত্যক্ত নৌকাটি প্রথমে দেখতে পায়। স্থানীয়েরা নৌকাটি পানি থেকে তীরে টেনে আনার চেষ্টা করেন। কিন্তু অত্যন্ত ভারী হওয়ায় সে চেষ্টায় ব্যর্থ হন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।