Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালপুর পৌর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী বিমল

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ২:৩৪ পিএম

২য় ধাপে আগামী ১৬ই জানুয়ারী নাটোরের গোপালপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে লড়তে স্বতন্ত্র প্রর্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মুনজুরুল ইসলাম বিমল ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে লালপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা হাসিব বিন শিহাবের হাতে মনোনয়নপত্র দাখিল করেন তিনি ।
মুনজুরুল ইসলাম বিমল এর আগে গোপালপুর পৌরসভার ৩ বার নির্বাচিত মেয়র ছিলেন । তিনি নাটোর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন । মনোনয়ন পত্র দাখিল শেষে মুনজরুল ইসলাম বিমল বলেন,‘ এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন তিনি। তিনি আরো বলেন, সুষ্ঠ ও নিরোপেক্ষ নির্বোচন হলে জয়লাভে তিনি শতভাগ আশবাদি।’
এপর্যন্ত মেয়র পদে ৮জন মনোনয়ন পত্র উত্তোলন ও একজন জমা দিয়েছে । সংরক্ষিত কমিশনার পদে ১৪ জন উত্তোলন করেছেন জমা দিয়েছে ৫জন। সাধারণ পদে ৩৮জন মনোনয়ন ফর্ম উত্তোন করেছেন জমা দিয়েছেন ২জন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ২৯ ডিসেম্বর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ